বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক তথ্যপ্রযুক্তি ১৩ মে ২০১৫, ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার

২৪ ঘণ্টায় মঙ্গল গ্রহে!


nasa২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পৌঁছানো যাবে মঙ্গল গ্রহে। আর এটা বিন্দুমাত্র রসিকতা নয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের দাবী।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নাসা তৈরি করতে যাচ্ছে এমন একটি রকেট, যার মাধ্যমে একদিনের মধ্যেই পৌঁছানো যাবে মঙ্গল গ্রহে। অর্থাৎ ২৪ ঘণ্টায় রকেটটি ২২ কোটি ৫৩ লাখ কিলোমিটার পথ অতিক্রম করবে। বর্তমান প্রযুক্তিতে মঙ্গল গ্রহে পৌঁছাতে সময় লাগে প্রায় দেড়শো দিন।

রকেটটি উচ্চতায় হবে ৩৮৪ ফুট। বিশাল এই রকেটটির ওজন হবে ৬০ লাখ পাউন্ডের বেশি। গত ১১ মে রকেটটির ডিজাইন রিভিউ করেছে নাসা।

নাসার বিজ্ঞানীরা বলেছেন, কয়েক হাজার নথি ও অনেক বছর লেগেছে রকেটটির ডিজাইন তৈরি করতে, যেন তা সম্পূ্র্ণ নিরাপদ হয়। বর্তমানে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে রকেটটির বাস্তব রূপ দিতে। রকেটের প্রত্যেকটি অংশের ডিজাইন আলাদা করে পর্যালোচনা করা হচ্ছে।

খুব শিগগির রকেটটি তৈরির কাজ শুরু করা হবে বলে জানা গেছে। নাসার বিজ্ঞানী অ্যাগি অ্যালেকজান্ডার বলেন, ‘এই রকেট মহাকাশ বিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা হতে চলেছে। মহাকাশ বিজ্ঞানকে একটা অন্যমাত্রা দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা।’

সৌজন্যেঃ রাইজিংবিডি