Search
Close this search box.
Search
Close this search box.

ম্যারাথনে ৯২ বছরের নারীর বিশ্ব রেকর্ড

thompsonম্যারাথন দৌড়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের হ্যারিয়েট থম্পসন। রোববার সান ডিয়াগো ২৬ মিলার লাইন অতিক্রম করে এ রেকর্ড গড়েন তিনি। দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইভেন্টে ৯২ বছর ৬৫ দিন বয়সে এ রেকর্ড গড়লেন থম্পসন।

সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, থম্পসন রেকর্ড গড়তে সময় নেন মাত্র ৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেণ্ড। এ দৌড়ে তিনি পরাজিত করেন ছেলে ব্রেনিওকে। এসময় ডজনখানেক দর্শক ও সমর্থকরা তাকে উৎসাহিত করেন।

chardike-ad

থম্পসন ক্যান্সারের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ম্যারাথন দৌড় শেষে আপ্লুত হয়ে স্থানীয় শার্লট অবজারভারকে থম্পসন বলেন, একপর্যায়ে আমি সত্যিই ক্লান্ত ছিলাম। ২১ মাইল পার হওয়ার পর এক পাহড়ে উঠছিলাম এবং এটা পর্বতে আরোহন করার মতোই ছিল। আমি মনে করছিলাম, আমার বয়সে এধরনের কাজ পাগলের মতো। কিন্তু পাহাড় থেকে নামার পর আমি ভালো অনুভব করছিলাম।

এর আগে ৯২ বছর ১৯ দিন বয়সে এ রেকর্ড গড়েন স্বদেশী গ্লেডিস ‘গ্লেডিয়েটর’ বুরিল।