Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়া ভ্রমণে হংকংয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

mersপ্রাণঘাতী মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম বা মার্সের প্রাদুর্ভাব ঠেকাতে হংকংয়ের নাগরিকদের দক্ষিণ কোরিয়া ভ্রমণের ওপর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে রোগটি ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয় হংকং।

chardike-ad

এদিকে, মার্সের এই প্রাদুর্ভাব দক্ষিণ কোরিয়ার পর্যটন খাতের জন্য বড় ‍ধরনের হুমকি বলে মনে করছে দেশটির সরকার।

দেশটিতে এ পর্যন্ত ৯৫ জন মার্স আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত সাত জনের মৃত্যু নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
এখন পর্যন্ত এটি মার্সের সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

২০১২ সালে মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম বা মার্স প্রথম চিহ্নিত হয় মধ্যপ্রাচ্যে। একই বছরের জুনে সৌদি আরবে মার্স আক্রান্ত হয়ে প্রথম কোনও রোগীর মৃত্যু হয়।

মার্সের কোনও সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে শতকরা ৩৬ জন’ই মারা গেছেন।