ব্রিটেনে একটি লরির ভেতরে থাকা কয়েকজন অবৈধ অভিবাসীর নাটকীয়ভাবে লরির দেয়াল কেটে বেরিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ব্রিটেনের গ্লুসেস্টারশায়ারে এ ঘটনা ঘটে। ওই অবৈধ অভিবাসীদের লরিটিতে করে ব্রিটেনের অভিবাসন সংক্রান্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
একটি ট্রাফিক সিগনালে এসে লরিটি থামার পর আটক অবৈধ অভিবাসীরা লরিটির ধাতব দেয়াল কেটে বেরিয়ে পাশের জঙ্গলে পালিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। এ ঘটনায় ব্রিটেনের পুলিশ লরিটির ড্রাইভারসহ আট অবৈধ অভিবাসীকে আটক করেছে।
