cosmetics-ad

বিশ্বের সবচেয়ে কালো শিশু!

black-child

সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার একটি শিশু সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সে নাকি বিশ্বের ‘সবচেয়ে কালো শিশু’। তার এই ছবিটি ছড়িয়ে পড়ার সাথে সাথে চলছে ব্লগে লেখালেখি।

ছবিতে দেখা যাচ্ছে শিশুটির গায়ের রং ভীষণরকমের কালো। তার উজ্জ্বল চোখ দুটিও অস্বাভাবিক রকমের কালো যেখানে চোখের সাদা অংশও দেখা যাচ্ছে না।

তবে ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ অনেকের মনেই। অনেকেরই বিশ্বাস এটি জীবন্ত কোনও শিশুর ছবি নয়, কোনও পুতুলের ছবি তুলে পোস্ট করা হয়েছে।

অথবা ফটোশপে এডিট করে এরকম তৈরি করা হয়েছে বলেও মনে করেন কেউ কেউ।

দেখুন ভিডিওতেঃ