Search
Close this search box.
Search
Close this search box.

রোজার চাঁদ দেখা গেলে জানাতে হবে সৌদি আদালতে

ramadan-moonসৌদি আরবের ‍সুপ্রিম কোর্ট রমজান মাসের চাঁদ দেখামাত্রই জানানোর জন্য সেদেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন। আকাশের দিকে চোখ রাখতে অনুরোধ জানিয়ে দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে। আর  না দেখা গেলে বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

চাঁদ দেখা সাপেক্ষে আরবি বা হিজরি মাসের হিসেব করা হয় বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে চেয়ে আরবি মাসে ১০ থেকে ১২ দিন কম থাকে। এ হিসেবেই চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে নির্ধারিত হয় কবে থেকে মুসলিম উম্মাহ রোজা রাখবে। একইভাবে এক মাস সিয়াম সাধনার পর কবে ঈদ-উল ফিতর উদযাপন করা হবে তা-ও ঠিক করা হবে চাঁদ দেখার মধ্য দিয়ে।

chardike-ad

চাঁদ দেখার জন্য তাই দেশবাসীকে আকাশের দিকে চোখ রাখতে বলেছেন সৌদি আরবের সর্বোচ্চ আদালত। কোথাও চাঁদ দেখতে পেলে দেরি না করে আদালত বা নিকটবর্তী কর্তৃপক্ষকে জানাতে বলেছেন আদালত।