Search
Close this search box.
Search
Close this search box.

৭০ শতাংশ সৌদি প্রবাসীর এমআরপি পাসপোর্ট সম্পন্ন

bangladesh-passportসৌদি আরবে বাংলাদেশ সরকার নিযুক্ত এমআরপি পাসপোর্ট এনরোলমেন্ট প্রতিষ্ঠান আইরিশ বারহাট ও বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় প্রায় ৭০ শতাংশ প্রবাসীর ডিজিটাল পাসপোর্ট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন- স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান।

গত বুধবার রিয়াদে আইরিশ বারহাট অফিসে প্রবাসীদের জন্য প্রস্তুতকৃত মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

chardike-ad

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী চার মাসের মধ্যেই বাকি ৩০ শতাংশ প্রবাসীর ডিজিটাল পাসপোর্ট দেয়ার কাজ শেষ হবে। এ জন্য এখনো যাদের ডিজিটাল পাসপোর্ট হয়নি, তাদের দ্রুত করার তাগিদ দেন তিনি।

পাশাপাশি আইরিশ বারহাটের পক্ষ থেকে সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল টিমের মাধ্যমেও প্রবাসীদের সেবা দেয়ার ঘোষণা দেয়া হয়।

আইরিশ বারহাটের কো-অর্ডিনেটর মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জিয়াউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামালউদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তারা।