মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৭ এপ্রিল ২০১৩, ১০:১৭ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ানরা সবচেয়ে বেশী মোবাইল পরিবর্তন করে, বাংলাদেশীরা সবচেয়ে কম


অনলাইন প্রতিবেদক, ৭ এপ্রিল, ২০১৩:

গতবছর সবচেয়ে বেশী মোবাইল পরিবর্তন করেছে কোরিয়ানরা, সবচেয়ে কম পরিবর্তন করেছে বাংলাদেশীরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্টান স্ট্র্যাটেজি এনালাইটিক্স জানিয়েছে, গতবছর কোরিয়ার মোবাইল ব্যবহারকারীদের দুই তৃতীয়াংশের বেশী মোবাইল পরিবর্তন করেছে। শতকরা হারে যা দাঁড়ায় ৬৭.৮ শতাংশ। কোরিয়ার পরেই ৫৫.৫ শতাংশ ব্যবহারকারী মোবাইল পরিবর্তন করেছে চিলি দ্বিতীয় এবং ৫৫.২ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে ৮.৪ শতাংশ মোবাইল ব্যবহারকারী মোবাইল পরিবর্তন করেছে বাংলাদেশীরা, যা পৃথিবীতে সর্বনিন্ম। উল্লেখ্য, কোরিয়াতে প্রায় ৩ কোটি লোক স্মার্টফোন ব্যবহার করে, যা পুরো জনসংখ্যার ৬০ শতাংশের বেশি।