থাইল্যান্ডের পাতায়ায় অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনার অভিযোগে এক নারীসহ এগারো দক্ষিণ কোরীয় নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পাতায়ার তিনটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
স্থানীয় পুলিশের প্রধান গণমাধ্যমকে জানান, এই এগারো জন একই দলের সদস্য। গত কয়েক মাসে অবৈধ জুয়ার মাধ্যমে তারা সেখানকার প্রবাসী কোরীয়দের কাছ থেকে এক কোটিরও বেশী থাই বাট (থাইল্যান্ডের মুদ্রা) হাতিয়ে নিয়েছে। পুলিশ এসব বাড়ি থেকে ২০টি কম্পিউটার জব্দ করেছে।