দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সাত ম্যাচ ইয়ুথ ওডিআই সিরিজের শেষ ম্যাচে ২২ রানে জিতেছে বাংলাদেশ অনূধর্ব্ব-১৯ দল। এই জয়ের মাধ্যমে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিলো ক্ষুদে টাইগাররা।
রবিবার ডারবানে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে জয়রাজ শেখের ৯০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ। সাইফ হাসান ৪৫, পিনাক ঘোষ ৩১ ও জাকির হাসান ৪২ রান করেন।
২৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে লিয়াম স্মিথের ৮৯ ও দাইয়ান গ্যালিয়েমের ৬৫ রানের সুবাদে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান করে ক্ষুদে প্রোটিয়ারা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৪টি, মোহাম্মদ সাইফুদ্দীন ২টি, আব্দুল হালিম ১টি, নাজমুল হোসেন শান্ত ১টি ও সালেহ আহমেদ ১টি করে উইকেট নেন।