Search
Close this search box.
Search
Close this search box.

পাসপোর্ট এবার ঘরের দোরগোড়ায়

passportঅনুন্নত এলাকা ও শ্রমজীবী মানুষদের পাসপোর্ট পেতে হয়রানি রোধে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় পাসপোর্ট করতে আগ্রহী ব্যক্তির একেবারে দোরগোড়ায় পাসপোর্ট পৌছে দেয়া হবে।

এখন থেকে কোনো পাসপোর্ট প্রত্যাশীর জেলা পাসপোর্ট অফিসে যেতে হবে না। বরং পাসপোর্ট তৈরির সমস্ত সুবিধা দেশজুড়ে প্রতিষ্ঠিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারেই পাওয়া যাবে।

chardike-ad

প্রাথমিকভাবে আটটি জেলায় এই সুবিধা চালু করা হয়েছে। জেলাগুলো হলো রংপুর, পঞ্চগড়, পাবনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, চাঁদপুর এবং সিলেট। খুব দ্রুতই সারা দেশে ৫০০০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই সুবিধা চালু করা হবে বলে জানান এটুআই প্রোগ্রামের কো-অর্ডিনেটর সৈয়দ মাজেদুল ইসলাম।

এখন পর্যন্ত একজন পাসপোর্ট প্রত্যাশীকে পাসপোর্টের জন্য জেলা পাসপোর্ট অফিসে যেতে হয়। এছাড়া ফরম নেয়া-জমা দেয়া, টাকা জমা, ছবি তোলা এবং পাসপোর্ট তোলার জন্য আরও হয়রানির শিকার হতে হয়। তবে নতুন প্রকল্পের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনের মাধ্যমেই সব কাজ সম্পন্ন করা যাবে বলে জানান মাজেদুল ইসলাম।