Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়াতে ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছাড়িয়ে

অনলাইন প্রতিবেদক, ১৬ এপ্রিল, ২০১৩:

কোরিয়ায় লংটার্ম ইভোলিউশন (এলটিই) স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি অতিক্রম করেছে যা বর্তমানে কোরিয়ার প্রায় সাড়ে পাঁচ কোটি মোবাইল গ্রাহকের ৩৭ শতাংশ এবং সাড়ে তিন কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ৫৮ শতাংশ। এলটিই নেটওয়ার্ক সেবা চালুর মাত্র ২১ মাসের মাথায় এ মাইলফলক অর্জিত হল।দেশের তিনটি শীর্ষস্থানীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এসকে, এলজি ইউ+ এবং কেটি ২০১৩ সালের শেষ নাগাদ এলটিই ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি ছাড়িয়ে যাবার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। তবে এ খাতের সাথে সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে তিন কোটির মাইলফলক ছুঁতে এত সময় লাগবে না। এই মুহূর্তে তিনটি প্রতিষ্ঠানের এলটিই গ্রাহক সংখ্যা যথাক্রমে ৯৫ লক্ষ, ৫৫ লক্ষ ও ৫১ লক্ষ।

টুজি ও থ্রিজির তুলনায় অনেক বেশী গতিসম্পন্ন ইন্টারনেট সেবা ও স্মার্টফোনে মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা এলটিই নেটওয়ার্কের দ্রুত প্রসারে ভূমিকা রাখছে। ২০১১ সালের শেষ নাগাদ কোরিয়ায় থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬৭.৬ শতাংশ যা গেলো বছরের শেষে ৫০.৫ ও গত ফেব্রুয়ারীতে ৪৬.৪ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে, অপারেটর প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের নানারকম বিধিনিষেধ ও শর্তারোপ উপেক্ষা করে এলটিই গ্রাহকের সংখ্যা প্রতিদিন গড়ে ৪০,০০০ করে বেড়েছে।

chardike-ad