cosmetics-ad

ভারতের মধ্য প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

train-accident

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী দুইটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০০ জনকে।

মঙ্গলবার মধ্যরাতে মধ্যপ্রদেশের হারদা এলাকায় কামায়ানি এক্সপ্রেস ও জনতা এক্সপ্রেস নামে দু’টি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে মাচক নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে কামায়নী এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয় ও জনতা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়।

কামায়নী এক্সপ্রেস মুম্বাই থেকে বারাণসী ও জনতা এক্সপ্রেস জব্বলপুর থেকে মুম্বাই যাচ্ছিল। কোনও বগি নদীতে পড়ে যায়নি বলে দাবি করেছে দেশটির রেল মন্ত্রণালয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।