Search
Close this search box.
Search
Close this search box.

ক্ষমতা কবে ছাড়ব, আল্লাহই ভালো জানেন : নাসিম

nasimখালেদাকে উদ্দেশ করে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, ‘ষড়যন্ত্র অনেক করেছেন, এখন ক্ষান্ত দিন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। কখন তা ছাড়ব, তা জনগণ এবং আল্লাহই ভালো জানেন। আপনি সরকার পতনের ষড়যন্ত্র করলে এবার পরিণাম হবে ভয়াবহ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধু : অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

chardike-ad

নাসিম বলেন, খালেদা জিয়া গতকাল ২০-দলীয় জোটের বৈঠকে বলেছেন- আওয়ামী লীগের খবর আছে। তারা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তার এই কথায় কী বোঝা যায়? খবরের উৎস কি লন্ডনে?

নাসিম বলেন, এখনো সময় আছে, ষড়যন্ত্র করা বন্ধ করুন। ফের ষড়যন্ত্র করলে বিএনপি যেটুকু আছে, সেটুকুও আর থাকবে না।

নাসিম আরো বলেন, আমরা জনগণের রায়ে নির্বাচিত সরকার। তাই ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে দেখা যাবে জনগণ কার পক্ষে রায় দেয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বাসদের আহব্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।