শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ অগাস্ট ২০১৫, ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার

পাখির ঝাঁকে ধাক্কা খেয়ে বিমান বিধ্বস্ত


Plane-Crashমরক্কোর বিমান বাহিনীর মিরেজ এফ ওয়ান বিমান ঝাঁক বেঁধে উড়ে চলা পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মরক্কোর রয়্যাল আর্মড ফোর্সের বিবৃতির উদ্ধৃতি দিয়ে একটি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, প্রশিক্ষণের কাজে থাকা বিমানটি সোমবার বড়ো বড়ো পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খেয়ে সিদি ম্লিম্যান বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে মে মাসে ইয়েমেনে দেশটির এফ-১৬ বিমান বিধ্বস্ত হলে একজন পাইলট প্রাণ হারায়।