Search
Close this search box.
Search
Close this search box.

মক্কায় অন্তত ৪০ বাংলাদেশি আহত

মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন ভেঙে পড়ে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

Makka

chardike-ad

তবে এ ঘটনায় আহত দেড় শতাধিক মানুষের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর আমাদের কাছে নেই। তবে ৪০ বাংলাদেশি আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে।”

আইসিইউতে রাখা তিন জনের মধ্যে এক জনের নাম জানা গেছে; তার নাম চান মিয়া। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি গোলাম মসীহ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেইসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, জায়েদ হসপিটালে চিকিৎসাধীন বাংলাদেশিদের সবাই শঙ্কামুক্ত। এরই মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছেড়ে দিচ্ছেন।

আহতদের বেশিরভাগই হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনার সময় মসজিদে উপস্থিত শমসুদ্দিন আহমেদ নামে একজন বাংলাদেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের আগে প্রচণ্ড বালু ঝড় শুরু হয়। এ সময় হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে। আমাদের চোখের সামনে অসংখ্য মানুষকে আহত-নিহত হতে দেখেছি।”

মসজিদ আল হারামে ওই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হওয়ার খবর মিলেছে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

কাবা শরিফ ঘিরে বিশ্বের বৃহত্তম এই মসজিদ মুসলমানদের কাছে মহাপবিত্র স্থান।  প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ লোক এই মসজিদে হজ পালন করতে সমবেত হন, যাদের মধ্যে লাখখানেক বাংলাদেশিও রয়েছেন।  বিডিনিউজ।