Search
Close this search box.
Search
Close this search box.

ওমানে চার বাংলাদেশি শ্রমিক নিহত

omani-death-banglaeshiওমানে বুলডোজার চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। রোববার বিকেলে রাজধানী মাস্কটের ওয়াইতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

ওমানের ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ওমান সোমবার জানিয়েছে, ওয়াইতিতে মুরিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে কাজ করতেন ওই বাংলাদেশিরা। রোববার বিকেলে তারা বুলডোজারে করে প্রকল্প এলাকায় যাচ্ছিলেন । এ সময় গাড়িটি চালাচ্ছিলেন এক অদক্ষ চালক। একপর্যায়ে বুলডোজারের সামনে থাকা শ্রমিকরা পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে দ্রুত মাস্কটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আরেকজনের মৃত্যু হয়।

chardike-ad

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনই অবৈধ শ্রমিক। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা ওই কোম্পানিতে কাজ করতেন।

মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিচয় ও বাংলাদেশে তাদের ঠিকানা উদ্ধারের কাজ চলছে। অন্যদের দেশে ফেরত পাঠানো ও ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা চলছে।