Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ার বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্রের মান উন্নত করছে: কেসিএনএ বার্তা সংস্থা

flag-north-koreaউত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীরা দেশের পারমাণবিক অস্ত্রের মান ও সংখ্যা বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশটির অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউট (এইআই)-এর জনৈক পরিচালকের বরাত দিয়ে কেসিএনএ বার্তা সংস্থা আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

পরিচালক বার্তা সংস্থাকে জানান, রাজধানী পিয়ংইয়ং থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর ইয়ংবায়নে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে। এখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে।

chardike-ad

এর আগে গতকাল সোমবার উত্তর কোরিয়ার অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশান (এনএডিএ) জানায়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ১০ অক্টোবর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে।