শনিবার । জুন ১৪, ২০২৫ । ১০:৫৬ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৫ অপরাহ্ন
শেয়ার

নেপালে কোরিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত


কোরিয়ায় কাজের জন্য বিদেশী কর্মী নিয়োগ পদ্ধতি এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) অংশ হিসেবে নেপালে দুইদিন ব্যাপী ষষ্ঠ কোরিয়ান ভাষা পরীক্ষা (কেএলটি) গতকাল রবিবার শেষ হয়েছে। খবর হিমালয়ানটাইমসের।

EPS_exam

ইপিএসের নেপালের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমটি জানিয়েছে এবারের কেএলটি পরীক্ষার জন্য মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৫১ হাজার ১৩৭ জন। তবে শেষ পর্যন্ত ৪৩ হাজার ৪০৬ জন পরীক্ষায় অংশ নিয়েছেন যা আবেদনকারীদের মোট সংখ্যার ৮৫ শতাংশ। বাকিদের মধ্যে ৭ হাজার ৬১৯ জন অনুপস্থিত ছিলেন ও আরও ১১২ জনকে ভুয়া পরীক্ষার্থী সন্দেহে বিভিন্ন কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়।

প্রায় ১৫ শতাংশ পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেপালের বৈদেশিক কর্মসংস্থান বিভাগের জনৈক কর্মকর্তা বলেন, ৭ হাজার ১০০ টি চাকুরির পদ, আবেদনকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা, দেশের বিভিন্ন স্থানে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক ভূমিকম্পের কারণে এসব পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন নি বলে তাঁরা ধারণা করছেন।