রবিবার । জুন ১৫, ২০২৫ । ১১:৫৭ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৩ সেপ্টেম্বর ২০১৫, ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার

নামি আইল্যান্ডে জার্নাল গাইলেন জলের গান


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর অন্যতম সদস্য সাইফুল ইসলাম জার্নাল বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। কোরিয়ান ন্যাশনাল অর্কেস্ট্রার আমন্ত্রণে ৫ মাসের এক সফরে সেখানে তিনি কোরিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীতযন্ত্র বাজানো শিখছেন। পাশাপাশি বাংলাদেশের বাদযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কোরিয়ান শিল্পীদের।

Journal song

ফেসবুকে বাংলাদেশী অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্টের সাথে আলাপচারিতায় জার্নাল বলছিলেন, ‘‘এখানে বিভিন্ন দেশের সঙ্গীতশিল্পীদের সঙ্গে বাংলাদেশের সঙ্গীত নিয়ে আড্ডা হচ্ছে। গত ২০ সেপ্টেম্বর ‘নামি আইল্যান্ড’ নামের একটি দ্বীপে আমরা গান করেছি। প্রতিবছর বিদেশী শিল্পীদের নিয়ে এই ‘নামি আইল্যান্ডে’ একটি অনুষ্ঠান হয়। এবারের অনুষ্ঠানে ৯টি দেশের ১২ জন শিল্পী গান গেয়েছি। এর মধ্যে সব শিল্পীদের নিয়ে বাংলাদেশের শাহ আবদুল করিমের ‘ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্খী নাও’ গানটি গেয়েছি। এটি অন্যরকম একটি অনুষ্ঠান হয়েছে।’’

journal with musicians

জার্নাল আরও বলেন, ‘এছাড়া একই দিনে কোরিয়ার একটি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জনপ্রিয় ‘বকুল ফুল’ গানটি গেয়েছি। সব মিলিয়ে দারুণ সময় কাটছে। বিভিন্ন দেশের সঙ্গীত সম্পর্কে শিখছি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গীত নিয়েও তাদের সঙ্গে আলাপ হচ্ছে। আমাদের সঙ্গীতের প্রশংসা শুনি বিদেশী শিল্পীদের কাছে। তখন সত্যিই অনেক ভাল লাগে।’

ঈদ প্রসঙ্গে জার্নাল বলেন, ‘বিয়ের পর প্রথম কোরবানির ঈদ। কিন্তু আমাকে কোরিয়ায় থাকতে হচ্ছে। অবশ্য এরই মধ্যে দেশ থেকে আমার স্ত্রী আজমাইন আজাদ কথা গিফট পাঠিয়েছে। এর মধ্যে পাঞ্জাবি ও আরও অনেক কিছু রয়েছে। বাংলাদেশকে মিস করি। জলের গান ও থিয়েটারের বন্ধুদের মিস করি। নভেম্বরের শেষের দিকে বাংলাদেশে ফিরব।’