Search
Close this search box.
Search
Close this search box.

কমিশনের চাওয়ার অভিযোগ তদন্ত করছে দূতাবাস

imran ambassadar

দীর্ঘদিন ধরে অসুস্থ ইমরানের কাছ থেকে কমিশন চাওয়ার অভিযোগের তদন্ত করছে বাংলাদেশ দূতাবাস। ইমরান-নিজামুলের আলাপের অডিওটি ফেসবুকে ছড়ানোর পর থেকেই কোরিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশ দূতাবাসকে সরাসরি কেউ অভিযোগ না করলেও স্বপ্রনোদিত হয়ে অভিযোগটি নিয়ে তদন্ত করছে।

chardike-ad

সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকাল হাসান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে ইমরানের সাথে দেখা করেন। ইমরানের শারীরিক খোঁজখবর, আপিলের মামলার ব্যাপারে আলাপের পাশাপাশি ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও সম্পর্কে জানতে চান। দূতাবাস কর্মকর্তা নিজামুল হকের সাথে আলাপের অডিও ক্লিপ ইমরানের কাছ থেকে সংগ্রহ করেছে দূতাবাস। অন্যান্য সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে তদন্তের ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে দূতাবাস।

আলোচিত এই অভিযোগ নিয়ে গতকাল দূতাবাসের ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস। দূতাবাস সংক্রান্ত যেকোন অভিযোগের জন্য কিংবা পরামর্শের জন্য দূতাবাসের ইমেইলে (mission.seoul@mofa.gov.bd) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।