Search
Close this search box.
Search
Close this search box.

পৃথিবীর সবচেয়ে দামি বিস্কুট

biscuitআগামী ২৪ অক্টোবর নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে দামি বিস্কুট৷ বিস্কুটটির বয়স ১০০ বছরের বেশি৷যে সে বিস্কুট নয়, এই বিস্কুটটি মিলেছে ডুবন্ত টাইটেনিকের ডেক থেকে৷ নিলাম হাউজের আশা বিস্কুটটির দাম পাওয়া যাবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ লাখ টাকার মতো৷

বিস্কুটটির পোশাকি নাম ‘স্পিলারস অ্যান্ড বেকারস পাইলট বিস্কুট’ যা ময়দা ও পানির মিশ্রণে তৈরি৷ জেমস ফেনউইক নামে একজন বিস্কুটটি পান ডুবন্ত টাইটানিকের ডেস্ক থেকে৷

chardike-ad

নিলাম হাউজের এক মুখপাত্র জানান, ‘পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ডুবে যাওয়ার ফলে ১৫০০ জনের মতো মানুষ মারা যান৷ আর এই নাটকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্কুটটি অক্ষত থেকে যায়৷ এর আগে টাইটেনিকের ‘লাঞ্চ মেনু’ নিলামে বিক্রি হয়েছিল ৮৬ লাখ ৪০ হাজার টাকায়৷