Search
Close this search box.
Search
Close this search box.

৫ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি দ. কোরিয়ার

s.koreaচলতি বছরের তৃতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে, যা প্রত্যাশার চেয়ে বেশি। জুন-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। তৃতীয় প্রান্তিকের এ প্রবৃদ্ধি ২০১০ সালের পর সর্বোচ্চ। খবর বিবিসি।

২০১৫ সালের প্রথমার্ধে জীবনঘাতী মার্স ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পর্যটন খাত ও অভ্যন্তরীণ ব্যয় থেকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী চাহিদার দুর্বলতার কারণে দেশটির রফতানি খাত বড় ধাক্কা খেয়েছে। এদিকে গতকাল এক প্রতিবেদনে দেশটির গাড়ি নির্মাতা হুন্দাই তাদের হতাশার কথা ব্যক্ত করেছে।

chardike-ad

কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, দেশটির স্থানীয় চাহিদা আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ ক্রিস্টাল ট্যান বলেন, দেশটির রফতানি খাতে এখনো দুর্বলতা রয়েছে। কিন্তু আমরা আশা করি আগামী প্রান্তিকে বিদেশে, বিশেষ করে চীনে দক্ষিণ কোরিয়ার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক প্রান্তিকগুলোয় প্রবৃদ্ধির শ্লথগতির ফলে কোরিয়ার সরকার কিছু প্রণোদনা প্যাকেজ হাতে নিতে বাধ্য হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চলতি বছর এ পর্যন্ত দুবার সুদের হার কমিয়েছে।(বণিক বার্তা)