Search
Close this search box.
Search
Close this search box.

অবশেষে চিনে ‘এক সন্তান নীতি’ বাতিল

chinaবহু দশক ধরে কঠোরভাবে ‘এক সন্তান নীতি’ অনুসরণের পর চীন অবশেষে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে চীনের সব দম্পতি দুটি সন্তান নিতে পারবেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। কমিউনিষ্ট পার্টির তরফ থেকে দেয়া এক বিবৃতিতে আজ এই ঘোষণা দেয়া হয়।

১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। এর লক্ষ্য ছিল চীনে জন্মহার কমানো এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনে এই নীতি পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল। বিশেষ করে যেভাবে চীনের জনসংখ্যায় তরুণদের তুলনায় প্রবীনদের সংখ্যা বাড়ছে তা নিয়ে।

chardike-ad

ধারণা করা হয়, চীনের এক সন্তান নীতির কারণে দেশটিতে অন্তত ৪০ কোটি জন্ম নিরোধ করা গেছে। যেসব দম্পতি এই এক সন্তান নীতি লংঘন করেছেন, তাদের জন্য জরিমানা থেকে শুরু করে কর্মচ্যূতি এমনকি জোর করে গর্ভপাত ঘটানোর মত কঠোর সাজার বিধান ছিল।

কিন্তু বিগত দশকগুলোতে ক্রমাগত এই নীতি কিছুটা শিথিল করা হয়। কারণ বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করছিলেন, এই নীতির কারণে চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।

সূত্র : বিবিসি