Search
Close this search box.
Search
Close this search box.

পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে

mashrafe-and-chigumbura-holdingআন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে নিয়মিত প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে। এই দলটির সাথে এখন পর্যন্ত ৬৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া সিরিজে দুই দল মুখোমুখি হবে আরো তিনটি ম্যাচে। তার আগে একবার চোখ বুলানো যাক পরিসংখ্যানে।

দুই দলের খেলা ৬৪টি ম্যাচের ৩৬টিতে জিতেছে বাংলাদেশ। বাকি ২৮টি ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। কোনো ম্যাচ পরিত্যাক্ত হয়নি। টাই-ও হয়নি কোনো ম্যাচ।

chardike-ad

পারস্পরিক খেলায় দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ঘেটে দেখা গেছে ২০০৯ সালে বুলাওয়েতে সাত উইকেটে ৩২৩ করেছিলো জিম্বাবুয়ে। একই বছর একই ভেন্যুতে বাংলাদেশ করেছিলো ৩২০ রান। হারাতে হয়েছিলো আট উইকেট। সর্বনিম্ন রানের ইনিংসের রেকর্ডে জিম্বাবুয়ের সংগ্রহ ৪৪ রান। আর বাংলাদেশের ৯২।

২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ১৯৪ রান করে অপরাজিত ছিলেন চার্লস কভেন্ট্রি। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান। পক্ষান্তরে বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন তামিম। ২০০৯ সালে বুলাওয়েতে ১৫৪ রান করেছিলেন তিনি। মজার ব্যাপার হলো কভেন্ট্রি ও তামিম একই ম্যাচে যার যার দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস দুটি খেলেন।

ব্যক্তিগত সেরা বোলিংয়ের রেকর্ডে ২০ রানে ছয় উইকেট নিয়ে সবার আগে আছেন ব্রায়ন স্ট্রাং। ১৯৯৭ সালে নাইরোবিতে বাংলাদেশের বিপক্ষে এই রেকর্ড গড়েন। বাংলাদেশের হয়ে রেকর্ডটা আব্দুর রাজ্জাকের। ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট নেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের। ৪২ ম্যাচের ৩৯ ইনিংসে ১৩০০ রান করেন তিনি। সেঞ্চুরি তিনটি। সর্বোচ্চ ১০৫, অপরাজিত। এই রেকর্ডে জিম্বাবুয়ান সংস্করণে আছেন ব্রেন্ডন টেলর। বাংলাদেশের বিপক্ষে ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে দুই সেঞ্চুরিতে তার মোট রান ১১৯৮।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের সেরা বোলারও সাকিব। ৪২ ম্যাচের ৪২ ইনিংসে তার শিকার ৬৩ উইকেট। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে উইকেট নিয়েছেন রেমন্ড প্রাইস। তার শিকার ৩৫ উইকেট, ২৫ ম্যাচে।

রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়টা জিম্বাবুয়ের। ১৯৯৭ সালে নাইরোবিতে জিম্বাবুয়ে জিতেছিলো ১৯২ রানে। বাংলাদেশ জিম্বাবুয়েকে সর্বোচ্চ ১২৪ রানের ব্যবধানে হারিয়েছিলো ২০১৪ সালে, ঢাকায়। উইকেটের ব্যবধানে বড় জয়টা অবশ্য বাংলাদেশের। ২০০৬ সালে জিম্বাবুয়েক বাংলাদেশ হারিয়েছিলো নয় উইকেটে। ২০০৭ সালে আবার বাংলাদেশ হেরে বসেছিলো আট উইকেটে। ওই হারটা ছিলো হারারেতে।