শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ নভেম্বর ২০১৫, ৭:২৫ অপরাহ্ন
শেয়ার

যুগ্ম সচিবের গাড়িতে ৩০০ বোতল ফেনসিডিল


comillaঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মান্নানের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ চালক আবুল বাশারকে আটক করেছে পুলিশ। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সত্তার জানান, শনিবার সকাল সাতটায় কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। যুগ্ম সচিবের গাড়ি ও চালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।