Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় সবচেয়ে বেশি জ্বালানী খরচ করে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি

অনলাইন প্রতিবেদক, ২৭ মে, ২০১৩:

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ায় একক প্রতিষ্টান হিসেবে সর্বোচ্চ জ্বালানী খরচ করে। ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ৪৪,০৩৮ টন তেলের সমপরিমাণ জ্বালানি খরচ করেছে। সিউল মেট্রোপলিটন সিটি কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে। সিউল সিটির কর্মকর্তারা জানান, এক্সপেরিমেন্টাল ল্যাবের কারণেই মূলত বেশি জ্বালানি খরচ করেছে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। সিউল সিটি জানিয়েছে শিক্ষা প্রতিষ্টানসমুহকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সিউল সিটি কর্তৃপক্ষ ২২ শতাংশ ডিসকাউন্ট দিয়ে থাকে।

chardike-ad

20130527001038_0 (1)সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির পরেই লট্টে (Lotte )হোটেল এবং লট্টে ওয়ার্ল্ড দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানী খরচ করেছে। তাদের জ্বালানী খরচের পরিমাণ ৩৬,২৬০ টন তেলের সমপরিমাণ।এছাড়া স্যামসাং মেডিকেল সেন্টার ৩২,০৭২ টন, আসান মেডিকেল সেন্টার ৩১,৩২৯ টন এবং সেভারেন্স হসপিটাল ২৪,৮৯২ টন তেলের সমপরিমাণ জ্বালানী খরচ করে।