Search
Close this search box.
Search
Close this search box.

অন্যরকম এক ‘বীজ ব্যাংক’

কোনো সংকটের কারণে একটি নির্দিষ্ট জাতের বীজ যেন চিরতরে হারিয়ে না যায় সেই লক্ষ্যে কাজ করে ‘স্ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট’৷

seed-bank১২০ মিটার ভেতরে
দেখছেন ‘স্ভালবার্ড গ্লোবাল সিড ভল্ট’-এর প্রবেশমুখ৷ নরওয়ের মূল ভূখণ্ড থেকে জাহাজে করে প্রায় সাড়ে ন’শ কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে স্ভালবার্ডে৷ সেখানেই পাহাড়ের প্রায় ১২০ মিটার ভেতরে আছে এই ভল্ট৷

chardike-ad

seed-bankসংকটের সময় যেন কাজে লাগে
ছবিতে দেখতে পাচ্ছেন ভল্টের ভেতরের অংশ৷ এই টানেলের শেষপ্রান্তে ভল্টের মূল অংশের দেখা পাওয়া যায়৷ স্থানীয় কিংবা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বের কোথাও কোনো বীজ হারিয়ে গেলে যেন একটা উপায় খুঁজে পাওয়া যায় সে লক্ষ্যে ২০০৬ সালে এটি প্রতিষ্ঠা করা হয়৷

seed-bankএই সেই দরজা
টানেলের শেষপ্রান্তে পৌঁছে গেছেন আপনি৷ এটাই ভল্টের দরজা৷ মার্কিন কৃষিবিদ ক্যারি ফাওলার-এর উদ্যোগে ভল্টটি তৈরি হয়েছে৷ খাদ্যশস্যের বৈচিত্র্যতা হারিয়ে গেলে মানবজাতি অনেক বিপদে পড়তে পারে, সেই আশংকা থেকেই ভল্টটি প্রতিষ্ঠা করা হয়েছে৷

seed-bankনরওয়ে সরকারের অর্থায়ন
ভল্টটি তৈরিতে প্রায় ৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে৷ পুরোটাই দিয়ে নরওয়ে সরকার৷ তবে কার্যক্রম চালানোর খরচ জোগাতে নরওয়ে সরকারের সঙ্গে যোগ দিয়েছে ফাওলারের প্রতিষ্ঠান ‘গ্লোবাল ক্রপ ডাইভারসিটি ট্রাস্ট’৷ গেটস ফাউন্ডেশন সহ অন্যান্য সংগঠন এই ট্রাস্টে অর্থ সহায়তা দিয়ে থাকে৷

seed-bankএক প্রজাতির ৫০০ বীজ
এবার আপনি ভল্টের মধ্যে ঢুকে পড়েছেন৷ এখানেই বীজগুলো রাখা হয়৷ প্রায় ৪৫ লক্ষ জাতের বীজ রাখার ব্যবস্থা আছে সেখানে৷ একেক প্রজাতির প্রায় ৫০০টি করে বীজ রাখা হয়৷ বীজ রাখার জন্য বছরে তিনবার এই ভল্ট খোলা হয়৷ ভল্টের তাপমাত্রা সবসময় মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়৷

seed-bankবিশেষ প্যাকেট
দেখছেন জার্মানি থেকে সেখানে পাঠানো বীজ৷ এমন বিশেষ প্যাকেটে বীজ রাখা হয়৷ বর্তমানে সারা বিশ্ব থেকে যাওয়া ৫,১০৩টি জাতের প্রায় সাড়ে আট লক্ষ বীজ সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে৷

seed-bankপ্রথম ঘটনা
এ ধরণের ভল্ট যে কেন প্রয়োজন তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে৷ ছবিতে সিরিয়ার যে সংগঠনটির নাম দেখছেন চলমান সিরিয়া সংকটের শিকার হয়ে আলেপ্পোতে থাকা সেই সংগঠনের সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে৷ ফলে হারিয়ে গেছে খাদ্যশস্যের বীজ৷ কিন্তু ভাগ্য ভালো তারা আগেই তাদের বীজগুলো স্ভালবার্ডের সিড ভল্টে রেখে দিয়েছিলেন৷ এখন তারা সেগুলো চেয়ে পাঠিয়েছেন৷

seed-bankকেন স্ভালবার্ড?
কারণ নরওয়ে সাধারণত যুদ্ধ-বিগ্রহ থেকে দূরে থাকে৷ তাছাড়া স্ভালবার্ড এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ মিটার উঁচুতে৷ ফলে বন্যার সম্ভাবনা নেই৷ আশেপাশে নেই কোনো আগ্নেয়গিরি৷ এমনকি ভূমিকম্পের সম্ভাবনাও সেখানে সীমিত৷ এবার ভল্ট নিয়ে ভিডিও দেখতে চাইলে উপরে ‘+’ চিহ্নতে ক্লিক করুন৷