Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার সঙ্গে ২৮০০ কোটি টাকার ফ্রেমওয়ার্ক চুক্তি

Bangladesh-South-Koreaদক্ষিণ কোরিয়ার সঙ্গে ২০১৫-১৭ মেয়াদে ৩৫০ মিলিয়ন ডলার বা দুই হাজার ৮০০ কোটি টাকার ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় আটটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি সম্মেলনকক্ষে বৃহস্পতিবার নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিং ডু।

chardike-ad

এ চুক্তির অর্থে কর্ণফুলী নদীর উপরে রেল সেতু নির্মাণ, ভূমি জরিপ ব্যবস্থা আধুনিকীকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৭০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ২০টি লোকোমটিভ ট্রেন, ১৫০টি মিটারগেজ, ১৬০টি উপজেলায় আইসিটি ট্রেনিং ও পাবর্তীপুরে রেলনাইন নির্মাণ করা হবে।

তবে ফ্রেমওয়ার্ক চুক্তিটি বিশেষ প্রকল্পের ঋণ চুক্তি নয় বলে জানিয়েছেন মোহাম্মদ মেজবাহউদ্দিন।

এটি বিবেচিত হবে আমব্রেলা চুক্তি হিসেবে। এ চুক্তির প্রধান উদ্দেশ্যে হলো- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত সাধারণ শর্তাবলী নির্ধারণ এবং দুই দেশের মধ্যে কারিগরি সহায়তা বিনিময়।

ইআরডি সচিব মেজবাহউদ্দিন বলেন, অন্যান্য দাতাসংস্থার চাইতে কম সুদে ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দশমিক শূন্য ১ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে তারা। এ চুক্তির আওতায় আটটি প্রকল্প বাস্তবায়িত হবে। যার ছয়টি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের প্রায় ৬৮০ মিলিয়ন ডলার সহায়তা সংবলিত ১৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ৪৬০ দশমিক ৬২৯ মিলিয়র ডলার নমনীয় ঋণ সংবলিত আটটি প্রকল্প চলমান রয়েছে। তাছাড়া ৫১৬ দশমিক ৮২ মিলিয়ন ডলার নমনীয় ঋণ সংবলিত আটটি প্রকল্প স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে।