Search
Close this search box.
Search
Close this search box.

‘মুসলিম সমাজে বান্ধবী বলে কিছু নেই’

girlfriendপাকিস্তানের সুপ্রিম কোর্ট বলেছে, মুসলিম সমাজে বান্ধবী বলে কোনো কিছু নেই, এটা পশ্চিমা ধারণা। বৃহস্পতিবার সাইবার অপরাধের এক মামলার জামিন আবেদন শুনানির সময় আদালত এ মন্তব্য করেছে।

ফেসবুকে নিজের বান্ধবীর জাল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন মোহাম্মদ মুনির নামের এক কম্পিউটার অপরাটের। ওই অ্যাকাউন্টে বান্ধবীর বহু ছবি পোষ্ট করেছিলন তিনি। দুই মাস আগে ফেসবুকে ওই তরুণীকে হয়রানির অভিযোগে মুনিরকে গ্রেফতার করে পুলিশ।

chardike-ad

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেছিলেন মুনির। আদালতে ওই তরুণী জানিয়েছিলেন তিনি মুনিরের বান্ধবী।

সুপ্রিম কোর্ট জানায়, মুসলিম সমাজে বান্ধবী বলে কোনো সম্পর্ক নেই। এটি পশ্চিমা দেশগুলির একটি সংস্কৃতি।

আদালত মুনিরের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে চার্জশিট তৈরি করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিচারিক আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিস্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।