Search
Close this search box.
Search
Close this search box.

প্রথম এলটিই-অ্যাডভান্সড নেটওয়ার্ক কোরিয়ায়

২৮ জুন ২০১৩, সিউল:

দক্ষিণ কোরিয়াতে এবার ‘ট্রু ৪জি’ মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি লঞ্চ করা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সে দেশের এসকে টেলিকম ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম অ্যাডভান্সড এলটিই নেটওয়ার্কের, যা আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার এলটিই স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রু ৪জি নেটওয়ার্ক।

chardike-ad

20130626000662_0

এসকে টেলিকম বলছে, এলটিই-অ্যাডভান্সড প্রযুক্তিতে ডেটা ট্রান্সফার রেট ১৫০ এমবিপিএস, যা আমেরিকান ৪জি এলটিইর প্রায় দ্বিগুণ গতির এবং থ্রিজির তুলনায় ১০ গুণ গতিসম্পন্ন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল অপারেটর রাজি থাকলে এই দ্রুততর গতি অর্জন করা সহজ হবে এবং দ্বিগুণ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে ব্যান্ডউইথ বাড়ানো যাবে। মোবাইল অপারেটরদের সহায়তায় ২০১৫ সাল নাগাদ এলটিই-অ্যাডভান্সড ৫০০ এমবিপিএস পর্যন্ত গতি বাড়াতে সক্ষম হবে।এই দ্রুতগতির নেটওয়ার্ক সুবিধা নেওয়ার জন্য ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ইতিমধ্যে গ্যালাক্সি ‘এস৪ এইটিই-এ’ স্মার্টফোনটি নিয়ে এসেছে। এর মাধ্যমে বাণিজ্যিকভাবে প্রথম কোনো পণ্য এলটিই-অ্যাডভান্সড নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। সুত্রঃ বিডিনিউজ২৪.কম