s-koreaবিতর্কিত সমুদ্র সীমার কাছে দক্ষিণ কোরিয়ার মহড়া চালানোয় তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশনের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, এ মহড়া তীব্র সামরিক উস্কানি ও সংঘাতের লক্ষে চালানো হয়েছে। মহড়াটি চালানোর আগে উত্তর কোরিয়া এর প্রতিশোধ হিসেবে দক্ষিণ কোরিয়ায় নির্মম হামলা চালানোর ঘোষণা দেয়।

chardike-ad

তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া সোমবার পীত সাগর দ্বীপে এ মহড়া চালায়। উল্লেখ্য, দ্বীপটিতে গত পাঁচ বছর আগে উত্তর কোরিয়া মারাত্মক গোলা হামলা চালায়। সে বর্ষ পূর্তিতে সিউল মহড়াটি চালালো। মুখপাত্র আরো বলেন, দক্ষিণ কোরিয় কর্তৃপক্ষ স্পষ্টত দেখিয়েছে উত্তর কোরিয়ার প্রতি তাদের শত্রুতাপূর্ণ মনোভাব অপরিবর্তিত রয়েছে।

এদিকে সিউল উত্তর কোরিয়ার যে কোন উস্কানিমূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক জবাব দেয়ারও অঙ্গিকার করেছে। অন্যদিকে বৃহস্পতিবার উভয় কোরিয়ার উচ্চ পর্যায়ে বৈঠকে বসার কথা রয়েছে। টেকসই সম্পর্কোন্নয়নের ভিত রচনা করাই এ বৈঠকের লক্ষ্য বলে জানা গেছে।

পীত সাগরের ইয়নপিয়ং দ্বীপে ২০১০ সালের ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া ভয়াবহ গোলা হামলা চালায়। এতে চার দক্ষিণ কোরীয় প্রাণ হারায়।