Search
Close this search box.
Search
Close this search box.

লঘু পাপে গুরু দণ্ড

Prisoner-in-jail-cell-prison‘লঘু পাপে গুরু দণ্ড’ হয়ত একেই বলে। ১১ রুপি (বাংলাদেশী মুদ্রায় বর্তমানে ১২ টাকা ৭৬ পয়সা) আত্মসাতের দায়ে এক বছর করে কারাদণ্ড হলো দুই নার্সের। ভারতের একটি আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

ঘটনার শুরু ২৫ বছর আগে, ১৯৮৯ সালে। অভিযোগ, হাসপাতালে দায়িত্ব পালনকালে নার্স নুরজাহান ও মেডিক্যাল অ্যাসিট্যান্ট শোভা রাম আয় বাড়ানোর জন্য জালিয়াতি করেন। সেই সময় জনসংখ্যা বৃদ্ধি রোধের জন্য একটি বিতর্কিত প্রকল্পের অধীনে নারী ও পুরুষের বন্ধ্যাত্বকরণের জন্য সরকার ১৮১ রুপি করে ভাতা দিতেন। এবং এই প্রক্রিয়ায় সাহায্যকারী নার্স ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেতেন এক রুপি করে। সেই সময় নার্স নুরজাহান ও মেডিক্যাল অ্যাসিট্যান্ট শোভা রাম বন্ধ্যাত্বকরণের সংখ্যা বাড়িয়ে বলেছিলেন। সরকারি তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে উত্তরবঙ্গের মেরুতের একটি আদালত তাদের এক বছর কারাদণ্ড দেন। ১৮৫টি শুনানির পর তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে আদালতটি। নুরজাহান ও শোভা রাম দু’জনেই অবশ্য ১০ বছর আগেই অবসর নিয়েছেন।

chardike-ad

বাদীপক্ষের আইনজীবী বীরেন্দার কুমার আদালতের এই রায়কে ‘একপেশে’ বলে মন্তব্য করেছেন। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে এএফপিকে বলেন, ‘যারা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন সরকার তাদের কোনো শাস্তি দেন না। অথচ এই আদালত ১১ রুপির জন্য দু’জন নার্সকে এক বছর করে কারাদণ্ড দিলেন।’

তিনি আরো বলেন, ‘এই দুই কর্মচারী আদালতের চক্কর কাটতে কাটতে এ পর্যন্ত তিন লাখ রুপি খরচ করে ফেলেছেন। আমরা আদালতের এই ‘একপেশে’ রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করব।’

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন