Search
Close this search box.
Search
Close this search box.

আমির খানের গালে তিন কোটি চড়!

aamir-khanভারতের উগ্রবাদী শিবসেনা আর ডিজিটাল দুনিয়া যেন এক হয়ে গেল আমির খান ইস্যুতে৷ শিবসেনা যদি অসহিষ্ণুতা নিয়ে আমিরকে আক্রমণ করে বাড়াবাড়ি করে, তবে ভার্চুয়াল দুনিয়ায় ডিজিটাল ইন্ডিয়া সেই একই কাজ করল মজার সুবিধায়৷

অসহিষ্ণুতা নিয়ে আমিরের মন্তব্যের জেরে শিবসেনা নায়ককে চড় মারার ফরমান দিয়েছিল৷ জানানো হয়েছিল, কেউ যদি সুপারস্টারকে চড় মারতে পারে তবে তাকে ১ লাখ রুপি দেয়া হবে৷ শিবসেনার এহেন অসহিষ্ণু পদক্ষেপের নিন্দা করেছিল সব রাজনৈতিক মহল৷ সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে ছড়িয়ে পড়েছিল বেশ কয়েকটি কার্টুন৷ যার একটিতে দেখা গিয়েছিল ‘পিকে’ ছবির এক দৃশ্যের অনুকরণ৷ ধর্মব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে ছবিতে ‘পিকে’ নিজের গালে ভগবানের স্টিকার লাগিয়ে নিয়েছিল৷ কার্টুনে দেখা গিয়েছিল আমিরে ছবির গালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি৷ এ তো গেল, তবে আরও একধাপ এগিয়ে আমিরকে চড় মারার ব্যবস্থা করে দিল একটি সাইট৷ slapamir.com নামে আস্ত একটি সাইটই তৈরি করে ফেলা হয়েছে৷ যেখানে প্রতি মাউস ক্লিকে আমিরের গালে থাপ্পড় লাগানো যাবে৷ আর প্রতিবার বদলে যাবে আমিরের মুখের অভিব্যক্তি৷ এই সাইট শেয়ার করলে যে পুরস্কার মিলবে তারও ঘোষণা করেছেন সাইট কর্তৃপক্ষ৷ সাইটের তরফ থেকে জানানো হয়েছে, এটি নিছক মজা করে করা হয়েছে৷ কোনও রাজনৈতিক সংযোগ নেই এর মধ্যে৷ সবাইকে এ ব্যাপারে সহিষ্ণু থাকার আবেদনও করা হয়েছে৷ কিন্তু শিবসেনার উগ্র হিন্দুত্ববাদী ঘোষণাকে মজার মোড়কে যেভাবে বাস্তবায়িত করা হয়েছে তা যেন সুস্থরুচিরই পরিপন্থী বলে মনে করছেন অনেকে৷

chardike-ad

আমির তার সাম্প্রতিক বক্তব্যে স্ত্রী-র দেশ ছাড়ার আশঙ্কা নিয়ে যা বলেছিলেন, তা নিয়ে অনেকেই তার সমালোচনা করেছেন৷ তার উত্তরও দিয়েছেন আমির৷ কিন্তু তাকে চড় মারার জন্য আস্ত একটা সাইটই তৈরি হয়ে যাবে তাও মজার অছিলায়, এ বোধহয় ‘সহিষ্ণু’ ভারতেরও কল্পনারও অতীত৷ তবু এই ডিজিটাল দুনিয়ায় সবই সম্ভব৷ আর তাই বাস্তবে না হলেও আমিরের গালে প্রতি ক্লিকে পড়ছে দেদার চড়৷ আসলে রসিকতা ও অন্যায়ের মধ্যে একটি সূক্ষ্ম ভেদরেখা আছে৷ মজার প্রতি থাপ্পড়ে কোথাও যেন সেই সীমারেখাটিই লঙ্ঘিত হচ্ছে মনে করছেন সুস্থরুচিসম্পন্ন মানুষ৷ যদি রাজনৈতিক কারণে নাও হয়ে থাকে, শুধু মজা করেও এমন কাজ করা যায় কি না তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে৷ প্রশ্ন উঠছে ডিজিটাল দুনিয়ার অবাধ স্বাধীনতা নিয়েও৷ কিন্তু আপাতত সে সবের উত্তর দেয়ার কেউ নেই৷ আর তাই উগ্র হিন্দুত্ববাদ আর অসহিষ্ণুতার রাজনৈতিক চালের মধ্যেই পাবলিসিটির লাভের গুড় জমা পড়ছে আমিরের গালে প্রতি মাউস ক্লিকের চড়ে৷ প্রায় তিন কোটির কাছাকাছি চড় ইতোমধ্যেই পড়েছে ভার্চুয়াল আমিরের গালে৷ সংখ্যা বাড়ছে হু হু করে৷ আর প্রশ্ন উঠছে, এই কি ‘সহিষ্ণু ’ ভারতের মজার নমুনা!