Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকের দুই কর্মকর্তা ঢাকায়

facebookসরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ঢাকায় এসেছেন ফেসবুকের দুই উর্ধ্বতন কর্মকর্তা। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন তারা। বৈঠকে বাংলাদেশের তরফ থেকে আলাদা এডমিন বসানো এবং চুক্তি করার ব্যাপারে আগ্রহ দেখানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, আমাদের আহবানে সাড়া দিয়ে ফেসবুকের দুই কর্মকর্তা ঢাকায় এসেছেন। আমাদের সমস্যাগুলো আমরা তাদের জানাব। তারাও এ ব্যাপারে ইতিবাচক বলে আমাদের জানিয়েছে। ফলে ওই বৈঠকে দেশের মানুষের নিরাপত্তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাবে বলে আমি আশাবাদী।

chardike-ad

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সাথে আলোচনার প্রস্তাব দিয়ে সরকারের পক্ষে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। যা এখন পর্যন্ত এগুলো খুলে দেয়া হয়নি।