Search
Close this search box.
Search
Close this search box.

জেনে নিন মঙ্গলে চিঠি পাঠানোর খরচের পরিমাণ

royal-mailমঙ্গল গ্রহে চিঠি পাঠাতে কতো খরচ হতে পারে তার একটি হিসেব দিয়েছে ব্রিটিশ ডাক বিভাগ। পাঁচ বছর বয়সী এক শিশুর কাছ থেকে অস্বাভাবিক এই প্রশ্নটি আসার পর পোস্টাল সার্ভিস এই হিসেব দিয়েছে।

অলিভার গিডিংস এই প্রশ্নটি করেছিলো। সে নিজে বড়ো হয়ে একজন নভোচারী হতে চায়।

chardike-ad

ডাক বিভাগের কাছে এই শিশুটির প্রশ্ন ছিলো- আমি যদি মঙ্গল গ্রহে একটি চিঠি পাঠাতে চাই তাহলে তার জন্যে কতো খরচ পড়বে? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতা নিয়ে এই হিসেবটি তৈরি করেছে রয়্যাল মেইল।

ডাক বিভাগ বলছে, লাল ওই গ্রহটিতে স্বাভাবিক ওজনের একটি চিঠি পাঠাতে খরচ হবে প্রায় সতেরো হাজার ডলার। এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় ৫৫ মিলিয়ন কিলোমিটার।

ভাবুনতো এই হিসেব পাওয়ার পর ডাক বিভাগের কাছে শিশু অলিভারের উত্তর কি ছিলো? অলিভারের বিস্ময় – এতো স্ট্যাম্প লাগবে! “ওয়াও! এতো অনেক টাকা! এজন্যে এত্তোগুলে ডাকটিকেট লাগবে!”

অলিভারের মা জানিয়েছেন, তার সন্তান সবসময়ই খুব কৌতূহলী। “মহাকাশ, তারকামণ্ডলী আর গ্রহ নক্ষত্রের বিষয়ে তার প্রচুর আগ্রহ।”

রয়্যাল মেইলের কাছ থেকে এরকম এক জবাব পেয়ে মহা খুশি অলিভার।

সূত্র : বিবিসি বাংলা