Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সী এস ফোর বিক্রি ২ কোটি ছাড়াল

অনলাইন প্রতিবেদক, ৩ জুলাই ২০১৩:

imagesমাত্র ২ মাসের মধ্যে ২ কোটির বেশি বিক্রি হল স্যামসাং গ্যালাক্সী এস ফোর। আজ বুধবার স্যামসাং এর একটি সূত্রে এই তথ্য প্রকাশ করেছে কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে অফিশিয়ালি এখনো কিছু জানায়নি স্যামসাং। শীঘ্রই অফিশিয়াল ঘোষণার পাশাপাশি গ্যালাক্সী এস ফোর নিয়ে ভবিষ্যত পরিকল্পনার ঘোষণা দিবেন বলে জানিয়েছে স্যামসাং সিইও শিন জং খিয়ন।

chardike-ad

উল্লেখ্য গ্যালাক্সী এস থ্রি’র চেয়ে গ্যালাক্সী এস ফোর ১.৭ শতাংশ দ্রুত গতিতে বিক্রি হচ্ছে। যেখানে ২ কোটি গ্যালাক্সী এস থ্রি বিক্রি হতে সময় লেগেছিল ১০০ দিন সেখানে মাত্র ৬০ দিনেরও কম সময়ে তা অতিক্রম করল গ্যালাক্সী এস ফোর।

সম্প্রতি গ্যালাক্সী এস ফোরে এলটিই এডভান্সড প্রযুক্তি সংযুক্ত করে কোরিয়ার বাজারে ছেড়েছে স্যামসাং।