Search
Close this search box.
Search
Close this search box.

যানজট থেকে মুক্তি দেবে উড়ন্ত ‘জাদু-ই-কার্পেট’ (ভিডিওসহ)

pacfrnরাস্তার যানজট থেকে মানুষকে মুক্তি দেয়ার লক্ষ্যে প্রযুক্তির কল্যাণে ইতোমধ্যে উড়ন্ত গাড়ি তৈরির ঘোষণা দিয়েছেন কেউ কেউ। শুধু ঘোষণা বললে ভুল হবে কারণ কোনো্ কোনো প্রতিষ্ঠান খুব শিগগিরই এমন গাড়ি বাজারে ছাড়ারও ঘোষণা দিয়ে ফেলেছেন।  আর এবার যানজটের তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে রেহাই দেয়ার লক্ষ্যে আসছে আরব্য রজনীর সেই জাদুর কার্পেট! আরব্য রজনীর জাদুর কার্পেটের বিষয়টি এতদিন কেবল কল্পনাতেই ছিল। এবার তা মার্কিন এক কোম্পানির কল্যাণে বাস্তবে রূপ নিচ্ছে।

আর্কা স্পেন করপোরেশন নামে একটি কোম্পানি ছোটো আকারের হোভারবোর্ড তৈরির ঘোষণা দিয়েছে যা কাউকে রাস্তার যানজট পেরিয়ে উড়ে যেতে সাহায্য করবে। এতে রয়েছে ৩৬টি ইলেকট্রিক ফ্যান যা একসঙ্গে ২৭২ হর্সপাওয়ারের (HP) শক্তি উৎপাদন করতে পারে। হোভারবোর্ডটির নাম দেওয়া হয়েছে ‘ArcaBoard’। যেখানে খুশি যেমন খুশি ভ্রমণের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে।  ১১০ কেজি ওজন পর্যন্ত বহন করতে পারে এই বোর্ড। একবার পুরো ছয় ঘণ্টা চার্জ দিলে টানা ছয় মিনিট পর্যন্ত আকাশে ভাসতে পারে এটি। ৮০ কেজি ওজন নিয়ে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ কিলোমিটার।   উড়ন্ত এই বোর্ডটিতে আছে স্ট্যাবিলাইজার । ফলে সর্বোচ্চ গতিতে চলার সময় এটি দেবে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা। স্ট্যাবিলাইজারটি ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এদিকে, যানজট এড়িয়ে উড়তে সক্ষম হোভারবোর্ড তৈরির খবর প্রকাশ পেতে না পেতেই এর জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তবে গ্রাহককে এর প্রতিটির জন্য ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার পর্যন্ত গুনতে হবে। বাংলাদেশ প্রতিদিন।

chardike-ad