Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ার বিমানে লাগেজ নিষিদ্ধ

malaysia-bimanযে সমস্ত মানুষ প্রায়ই বিমানে যাতায়াত করেন তারা অনেক সময় বিমানবন্দরে অবতরণ করার পর আবিষ্কার করেছেন তাদের লাগেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই এর জন্য দায়ী এয়ার লাইন্সের ত্রুটি। এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু বিমানে ওঠার সময় সাথে লাগেজ নেয়া যাবেনা, এটা বোধ হয় কারো ক্ষেত্রেই ঘটেনি। কিন্তু এবার ঠিক সেটাই ঘটেছে। মালয়েশিয়ার একটি বিমানে চড়ে কুয়ালালামপুর থেকে ইউরোপ যাবার পথে যাত্রীদের লাগেজ আটকে দেয়া হয়।

মালয়েশিয়ার এয়ার লাইন্স জানুয়ারির ৫ ও ৬ তারিখে নিরাপত্তার খাতিরে বিমানের মাল পরিবহন কক্ষে যাত্রীদের লাগেজ বহন সাময়িক নিষিদ্ধের ঘোষণা দেয় এবং পরের ফ্লাইটে করে লাগেজ গন্তব্যে পাঠানো হয়।

chardike-ad

তবে বুধবার সকালে আবার এয়ার লাইন্স থেকে লাগেজ পরিবহন নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কারণ হিসেবে বলা হয় বাতাসের চাপ বেশি থাকায় লাগেজ পরিবহনে অতিরিক্ত ১৫ শতাংশ তেল খরচ হয়। তেল খরচ কমানোর জন্যই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।