Search
Close this search box.
Search
Close this search box.

‘মোকাব্বিরেরা ইমাম নন, বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের ইমাম’

inuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের ইমাম। জিয়াসহ আর সবাই বিভিন্ন কাতারের মোকাব্বির। মোকাব্বিরেরা কখনো ইমাম নন, তারা ইমামের পেছনে বিভিন্ন কাতারে কেবল আওয়াজ তোলেন। ইতিহাসবিকৃতি করে মোকাব্বিরদের ইমাম বানাবার কোন অপচেষ্টাই সফল হবে না।’

তথ্যমন্ত্রী আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ আয়োজিত ‘ঐ মহামানব আসে’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

chardike-ad

মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী রাজাকার গোলাম আযম-নিজামীদের যেমন পাকিস্তান থেকে আলাদা করা যায় না, তেমনি আজকের জঙ্গিতান্ডব ও আগুনসন্ত্রাস থেকে বেগম জিয়াকে আলাদা করা যায় না। পাকিস্তানীদের মতোই রাজাকার ও খালেদা জিয়া বঙ্গবন্ধুকে মানে না।’

‘এতে অবশ্য কিছু যায়-আসে না’, মন্তব্য করে তিনি বলেন, ‘অন্ধ খালেদা যাই বলুক, বাংলাদেশের জনগণ জয় বাংলা বলে বঙ্গবন্ধুর নামে একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিএনপি’তে যোগ দেয়া মুক্তিযোদ্ধারাও জয় বাংলা বলে বঙ্গবন্ধুর নামেই একাত্তরে যুদ্ধ করেছেন।’

‘তাই জাতির পিতার সার্টিফিকেট খালেদার কাছ থেকে নিতে হবে না, মানুষ হত্যার মতো ইতিহাস বিকৃতকারীরাও রাজাকার-খালেদা গংরাও হত্যাকারী’, বলেন হাসানুল হক ইনু।

বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল খায়ের, ফেরদৌস আরেফিন প্রমুখ।