Search
Close this search box.
Search
Close this search box.

জেনে নিন, বিমানের জানালা গোল হয় কেন?

biman-windowsলক্ষ করলে দেখা যায়, বিমানের জানালা সাধারণত গোলাকৃতি হয়। এটা কি কেবল নকশার জন্য, নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ?

সাধারণ মানের থেকে শুরু করে হোমরা-চোমরাদের জন্য ভিআইপি প্লেন, সবখানেই জানালার আকৃতি হয়ে থাকে গোলাকার। উড়োজাহাজের প্রযুক্তিতে দিন দিন বহু পরিবর্তন ও বৈচিত্র্য আনা হয়েছে। তবে প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।

chardike-ad

১৯৫০-এর দশকে জেটলাইন প্লেনগুলো বেশ ফ্যাশনেবল হয়ে উঠেছিল। তখন এর নকশায় বৈচিত্র্য আনতে চিরচেনা গোলাকৃতি জানালা করে ফেলা হয় চারকোনা, বর্গাকৃতির। এই প্লেনগুলো ছিল বেশ দ্রুতগামী। কিন্তু যেটা হলো, ১৯৫৩ সালের মধ্যে দুই দফা ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেলেন ৫৬ যাত্রী। কারণ কী ছিল জানেন? আর কিছু না, ওই বর্গাকৃতির জানালা!

বিষয়টি এমন, যখনই বর্গাকৃতির জানালা থাকছে, তখনই সেখানে চারটি কোণের সৃষ্টি হচ্ছে। এই কোণগুলো অপেক্ষাকৃত দুর্বল একটি স্থান তৈরি করে, যা বাতাসের চাপ সহ্য করতে বিশেষ সক্ষম নয়। গোলাকৃতি জানালা হলে তখন এই ‘কোণ’ বা দুর্বল স্থান তৈরির কোনোরকমের ঝুঁকি থাকে না। এ কারণেই প্লেনের জানালা সব সময় গোলাকৃতির হয়ে থাকে।