Search
Close this search box.
Search
Close this search box.

দেশের বাজারে গ্যালাক্সি জে১ নেক্সট

samsungস্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে জে সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট। বাজেট সাশ্রয়ী ডিভাইসটিতে ডুয়াল সিম সুবিধা রয়েছে। তরুণদের সবসময় কানেক্টেড রাখতে স্টাইল ও পারফরম্যান্সের সমন্বয় করে হ্যান্ডসেটটি প্রস্তুত করা হয়েছে।

স্মার্টফোনটির আকর্ষণীয় ফিচার হচ্ছে, এর আল্ট্রা ডাটা সেভিং মোড; যা কিনা ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে। ফলে ১ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি পায়। অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক ডিভাইসটিতে ১০৮০ পিক্সেল রেজুলেশনের ফুল এইচডি ডিসপ্লে আছে।

chardike-ad

স্মার্টফোনটিতে ১ গিগাবাইট র্যামের পাশাপাশি ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ৫ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কুইক লঞ্চ ফিচার এবং এফ ২.২ অ্যাপারচার উজ্জ্বল ছবি তুলতে সহায়তা করে।

গ্যালাক্সি জে১ নেক্সট ডিভাইস ও ব্যাটারির জন্য এক বছর ওয়ারেন্টি থাকছে। স্মার্টফোনটির দাম পড়বে ৬ হাজার ৯৯০ টাকা।