রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মার্চ ২০১৬, ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার

মীর কাসেমের প্রাণদণ্ড বহাল


গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে বন্দি যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে আপিল বিভাগের রায়ের কয়েক এক ঘণ্টা পর তার ফাঁসি বহাল থাকার খবর শোনানো হয়েছে। তবে তিনি কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

 

s 4

 

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের দেয়া সর্বোচ্চ সাজার রায় আপিলেও বহাল থাকে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দি রয়েছেন মীর কাসেম। মীর কাসেমের কক্ষে টেলিভিশন কিংবা রেডিও না থাকায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত রায়ের বিষয়টি তিনি জানতে পারেননি। তবে দুপুরে মীর কাসেম আলীকে আনুষ্ঠানিকভাবে আপিল বিভাগের রায় জানানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় শোনার পর তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে দুপুরে তিনি খাবার খেয়েছেন।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিল থেকে গ্রেফতার হন কাসেম আলী। গ্রেফতারের পর থেকেই তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তবে ট্রাইব্যুনালের রায়ে আগ পর্যন্ত তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফাঁসির আসামিদের সেলে পাঠানো হয়।