শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ এপ্রিল ২০১৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

কোরিয়ার জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড পরিমাণ অগ্রীম ভোট


advance vote in koreaআগামী ১৩ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২০তম জাতীয় সংসদ নির্বাচন। গতকাল শেষ হয়েছে নির্বাচনের আগ্রীম ভোট প্রদানপর্ব। কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন বলছে রেকর্ড পরিমাণ ভোটাররা নির্বাচনের আগেই তাদের ভোট প্রদান করেছে। অগ্রীম ভোটের জন্য নির্ধারিত থাকা গত দুই দিনে প্রায় ১২.২ শতাংশ অগ্রীম ভোট দিয়েছে ভোটাররা। শুক্রবার এবং শনিবারে ৩৫১১ টি ভোটকেন্দ্রে প্রায় ৪২ লাখের বেশি ভোটার ভোট প্রদান করেছে।

ভোটের দিন বিভিন্ন কারণে যারা ভোট দিতে পারেন না তাদের জন্য কোরিয়া ইলেকশন কমিশন দুইদিনব্যাপী অগ্রীম ভোটের ব্যবস্থা করেছে। ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অগ্রীম ভোটের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন।