Search
Close this search box.
Search
Close this search box.

নির্বাচনে পরাজয় ‘বিনয়ের সাথে’ মেনে নিলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

skদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে সোমবার নির্বাচনে তার ক্ষমতাসীন দলের পরাজয় ‘বিনয়ের সাথে’ মেনে নিয়ে বিরোধী দল নিয়ন্ত্রিত বর্তমান জাতীয় পরিষদের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গত সপ্তাহের নির্বাচনে দেখা গেছে, পার্কের রক্ষণশীল সেনুরি দল ১৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। নিবন্ধিত ভোটাররা প্রেসিডেন্টের অর্থনৈতিক রেকর্ড এবং যুব সমাজের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানায়।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিরোধী বামপন্থী তিনটি দল পার্লামেন্টের ৩শ’ আসনের মধ্যে যৌথভাবে ১৬৭টি আসন পায়।
নির্বাচনের পর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করার সময় পার্ক বলেন, এ ফলাফল জনগণের ইচ্ছার বিষয়টি ভাবার একটি সুযোগ। তিনি আরো বলেন, ‘আমি জনগণের এ মতামত বিনয়ের সাথে মেনে নিচ্ছি।’