Search
Close this search box.
Search
Close this search box.

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত অন্তত ৪১৩জন

w7ইকুয়েডরের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জন আর আহত হয়েছে অন্তত আড়াই হাজার বাসিন্দা।

এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে, তবে তাদের সংখ্যা সম্পর্কে পরিষ্কার কোন ধারণা পাওয়া যায়নি।

chardike-ad

নিহতদের স্মরণে মঙ্গলবার প্রথমবারের মতো শোক অনুষ্ঠান চলছে।

৭.৮ মাত্রার শনিবারের ওই ভূমিকম্পে দেশটির উপকূলীয় অঞ্চলে অসংখ্য বাড়িঘর ধ্বসে পড়েছে।

এখনো অনেক মানুষ এসব বাড়িঘরের নীচে চাপা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে।

সোমবারও ইকুয়েডরের অনেক এলাকায় ৫.১ মাত্রা বা তার নীচের ভূমিকম্প অনুভূত হয়।

পুরো এলাকাটির পূর্ণগঠনে কয়েক বিলিয়ন ডলার দরকার হবে বলে ধারণা করা হচ্ছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা বলছেন, গত সাত দশকের মধ্যে এটাই ইকুয়েডরের সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা।

দেশি-বিদেশী সহায়তায় উদ্ধার কার্যক্রম চলছে। কিন্তু প্রত্যন্ত অনেক এলাকায় এখনো উদ্ধার কার্যক্রম শুরুই করা যায়নি বলে অভিযোগ রয়েছে। বিবিসি।