Search
Close this search box.
Search
Close this search box.

আরো বিদেশী কর্মী দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

KUWAIT-POLITICS-RIGHTS-LABOURচলতি বছর বিদেশী কর্মীদের তাদের দেশে ফিরিয়ে দেয়া-সংক্রান্ত কার্যক্রম আরো ত্বরান্বিত করেছে কুয়েত। আবাসন অনুমোদন শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করার কারণে

বেশির ভাগ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আর বাকিদের ফেরত পাঠানোর পেছনে ট্রাফিক আইন ভঙ্গ করার কারণ উল্লেখ করা হয়েছে। খবর এএপপি।

chardike-ad

আল-আনবা নামের এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসে মোট ১৪ হাজার ৪০০ বিদেশী কর্মীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। গত বছরের পুরো সময়ে এর সংখ্যা ছিল ২৬ হাজার ৬০০। কুয়েতের ৪৩ লাখ জনসংখ্যার মধ্যে ৭০ শতাংশই অভিবাসী।

২০১৩ সালের এপ্রিলে দেশটির শ্রম-বিষয়ক মন্ত্রী থেকরা আল-রাশিদি এক ঘোষণায় জানান, দেশটিতে অবস্থান করা বিদেশীর সংখ্যা ১০ লাখে নামিয়ে আনতে আগামী দশকে প্রতি বছর এক লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে অভিযোগ রয়েছে নির্দিষ্ট বিচার প্রক্রিয়া ছাড়াই বেশির ভাগ অভিবাসীকে প্রত্যাহার করা হয়েছে।