বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৫ মে ২০১৬, ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার

‘ফাইনালে কেউ ফেভারিট নয়’


2FF6417800000578-0-image-m-22_1452421340815চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আবারো অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি রিয়াল মাদ্রিদ৷ তাই ফাইনাল অনেক কঠিন হবে মনে করছেন মাদ্রিদ কোচ জিনেদাইন জিদান৷

ফাইনাল প্রসঙ্গে জিদান বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কেউ ফেভারিট নয়৷ দুই দলেরই ম্যাচ জেতার সম্ভবনা রয়েছে৷ আমার মতে দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভবনা পঞ্চাশ-পঞ্চাশ৷’

তবে এখনই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে ভাবছেন না৷ লা লিগা জয়ের সম্ভবনা রয়েছে জিদানের৷ তাই রোববারের লা লিগা ম্যাচ নিয়েই ভাবছেন মাদ্রিদ৷

জিদান বলেন, ‘আমরা এই মুহূর্তে আনন্দে মেতেছি৷ তারপর রোববারের ভ্যালেন্সিয়া ম্যাচ নিয়ে ভাবব৷ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে এখনই ভাবছি না৷’