Search
Close this search box.
Search
Close this search box.

ইপিএস নিয়ে সেমিনার ১৫ মে

13123008_235775076789297_4785339804126817786_oআগামী ১৫ই মে রোজ রবিবার হোয়াসং সিটিতে ইপিএস বাংলা কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইপিএস সেমিনার। ইপিএস কর্মীদের বৈধ ভাবে কোরিয়াতে স্থায়ী বসবাসের সুযোগ, ই-৯ ভিসা থেকে বিভিন্ন ভিসায় পরিবর্তন, কোরিয়ার ইমিগ্রেশন আইন কানুন, ইপিএস (শ্রম) আইন কানুন সম্পর্কে অবহিতকরণ ও কোরিয়াতে অবস্থানরত ইপিএস কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই ইপিএস বাংলা কমিউনিটি এই সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছে ইপিএস বাংলা কমিউনিটি।

“ইপিএস সেমিনার” এ যা যা থাকছে

chardike-ad

– কোরিয়ায় ইপিএস ভাইদের স্থায়ীভাবে থাকার সুযোগ আছে কিনা?

– ২০১৬ সালের নতুন নিয়ম অনুসারে E-9 ভিসা থেকে প্রফেশনাল ভিসা E-7 ভিসায় পরিবর্তনের নিয়ম, E-9 ভিসা থেকে রেসিডেন্স ভিসা F-2-6 এ পরিবর্তনের নিয়ম ও কোরিয়াতে থেকেও স্টুডেন্ট ভিসায় পরিবর্তনের নিয়ম। এই বিষয়গুলোর উপরে থাকছে বিশদ আলোচনা ও প্রেজেন্টেশন।

– ইপিএস ভিসা থেকে E-7 ভিসা, F-2-6 ভিসা ও স্টুডেন্ট ভিসা প্রাপ্তকারীদের অভিজ্ঞতা বর্ণনা ছাড়াও থাকছে তাদের প্রশ্ন করারও সুযোগ।

– ইপিএস আইন-কানুন (শ্রম আইন), ইমিগ্রেশন আইন কানুন নিয়ে বিশদ আলোচনা করবেন সংশ্লিষ্ট বিভাগের কোরিয়ান বিজ্ঞ আলোচকবৃন্দ।

– উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব।

এছাড়াও থাকছে কেইবি হানা ব্যাংকের একাউন্ট তৈরি , ইজি ওয়ান একাউন্ট ও কেইবি হানা ক্রেডিট কার্ড বানানোর সুযোগ।

স্থানঃ 화성시동부출장소

সময়ঃ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে)

যাবেন যেভাবেঃ সিউল ১ নাম্বার লাইনের 병점역 (বিয়ংজম ষ্টেশন)এ নেমে ১ নাম্বার এক্সিট দিয়ে বের হয়ে 병점사거리 এর দিকে ২মিনিটের হাঁটার দূরত্ব। ইপিএস বাংলা কমিউনিটির স্বেচ্ছাসেবক দল 병점역 এ উপস্থিত থাকবে বলে জানিয়েছে ইপিএস সেমিনার বাস্তবায়ন কমিটি।

13162104_10206714977816594_1466101933_n