রবিবার । জুন ১৫, ২০২৫ । ১১:৩৬ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ মে ২০১৬, ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশ উৎসবে ব্যাংক একাউন্ট করার সুযোগ


আগামীকাল সিউলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উৎসব ২০১৬ এ কেইবি হানা ব্যাংকের একাউন্ট খোলার সুযোগ রেখেছে ব্যাংকটি। ব্যাংকের নির্ধারিত স্টলে গিয়ে একাউন্ট খোলার আবেদন করা যাবে।  সকাল ১১টা থেকেই এই সেবা পাওয়া যাবে।

একাউন্ট তৈরি করতে ইচ্ছুক সকলকে পাসপোর্ট, এলিয়েন রেজিষ্ট্রেশন কার্ড (এলিয়ান কার্ড না থাকলে বাংলাদেশের আইডি কার্ড বা জন্ম সনদ), নিজ নিজ কর্মস্থলের ঠিকানা (কর্মস্থলের ঠিকানা সম্বলিত বিজনেস কার্ড) সাথে নিয়ে আসার জন্য ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১০-৯৩৩৯-৯১৭৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

 

BCK KEB bank